স্বাধীনতার পর ৪৮ বছর ধরে অপেক্ষা করেও তালিকা ও গেজেট অন্তর্ভুক্ত হয়নি জামালপুরের ইসলামপুর উপজেলার চারজন মুক্তিযোদ্ধা। এ চারজন মুক্তিযোদ্ধাকে গেজেটে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে উপজেলার চিনারচর গ্রামের একটি স্কুল মাঠে বঞ্চিত মানববন্ধন করেছে এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীরা।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগমের আহ্বানে মানববন্ধনে বক্তব্য রাখেন বঞ্চিত মুক্তিযোদ্ধা ডা. মমতাজ উদ্দিন ও সিরাজ শেখ।
মুক্তিযোদ্ধারা তাদের বক্তেব্যে বলেন, দীর্ঘ ৪৮ বছর অপেক্ষা করেও আমরা প্রকৃত মুক্তিযোদ্ধার স্বীকৃতি থেকে বঞ্চিত রয়েছি। আমরা একসঙ্গে চিনারচর গ্রামের ৬ জন সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং ভারতের মহেন্দ্রগঞ্জে ট্রেনিং সম্পন্ন করি এর মধ্যে দুই জন তালিকা ও গেজেট অন্তর্ভুক্ত হলেও আমরা চারজন বঞ্চিত হয়েছি।
চারজনের মধ্যে মানিক শেখ ও ডা. নয়ান উল্যাহ মারা গেছেন। বর্তমানে দুই জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, মনোয়ারা বেগম, আমিনুল ইসলাম, মতলেব হোসেন পলাশ, ফারুক আহমেদ, আবুল হোসেন, আবু মোসা আনছারী, মোফাজ্জল শেখ, হুরমোজ দেওয়ান প্রমুখ।
এমএএস/জেআইএম