দেশজুড়ে

খাগড়াছড়িতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

খাগড়াছড়ি জেলা সদরের দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. আবদুল হামিদ মারা গেছেন। এর আগে মারা যান মো. জমির ও ভুবন রঞ্জন চাকমা।

এ ঘটনায় ক্যান্টন এন্টারপ্রাইজের মালিকসহ জড়িতদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে মো. আবদুল হামিদ ও মো. জমির চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা। ভুবন রঞ্জন চাকমা খাগড়াছড়ি সদরের কমলছড়ি এলাকার বিন্দু কুমার চাকমার ছেলে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো বিষয়টি নিশ্চিত করে বলেন, মো. আব্দুল হামিদ সোমবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে রোববার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ভুবন রঞ্জন চাকমা ও শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. জমির মারা যান।

উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে খাগড়াছড়ির দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় একটি গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গোডাউনে থাকা শ্রমিকসহ সাতজন দগ্ধ হন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মুজিবুর রহমান ভুইয়া/বিএ