গত মার্চে নিন্দিত হয়েছিলেন বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে, নিষিদ্ধ হয়েছিলেন আনর্জাতিক ক্রিকেট থেকে। সে ঘটনার ১২ মাস পেরুনোর আগেই এবার নন্দিত হলেন ক্যামেরন ব্যানক্রফট, গড়লেন দেশের ক্রিকেটের অন্যতম সেরা এক রেকর্ড।
অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের একসময়কার নিয়মিত ওপেনার ক্যামেরন ব্যানক্রফট নিষেধাজ্ঞা কাটিয়ে অংশ নিয়েছেন দেশটির ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে। সেখানেই গড়েছেন অভিনব এক কীর্তি। চলতি শতাব্দীর প্রথম এবং সবমিলিয়ে চতুর্থ ক্রিকেটার হিসেবে এক ম্যাচে মোকাবেলা করেছেন ৬০০'র বেশি ডেলিভারি।
নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হেরে গেলেও ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন ব্যানক্রফট। মূলত একাই লড়েছেন নিউ সাউথ ওয়েলসের বোলারদের বিপক্ষে।
ম্যাচের প্রথম ইনিংসে গড়েছেন 'ক্যারিয়িং দ্য ব্যাট থ্রুআউট দ্য ইনিংস' এর কীর্তি। যেখানে অপরাজিত ইনিংসে ১৩৮ রান করতে তিনি খেলেন ৩৫৮টি বল। ৮টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান তিনি। পাক্কা ১২৭ ওভারে তার দল অলআউট হয় ২৭৯ রানে কিন্তু ইনিংস সূচনা করতে নামা ব্যানক্রফট অপরাজিতই থেকে যান এক প্রান্তে।
জবাবে কার্টিস প্যাটারসনের ১৩৪ এবং পিটার নেভিনের ১০১* রানের ইনিংসে ভর করে নিউ সাউথ ওয়েলস ৮ উইকেটে ৪৭৭ রান করে ইনিংস ঘোষণা করে। ১৯৮ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।
যেখানে আবারও প্রতিরোধ গড়েন ব্যানক্রফট। দলের অন্যরা যখন যোগ দেন আসা-যাওয়ার মিছিলে তখন তিনি একপাশে পড়ে থাকেন আঠার মতো। তবে এ ইনিংসে আর অপরাজিত থাকা হয়নি ব্যানক্রফটের। ইনিংসের ৯০তম ওভারে উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন তিনি।
আউট হওয়ার আগে ২৬৩ বলে ৯ চারের মারে ৮৬ রান করেন ব্যানক্রফট। এ ইনিংসে তার দল অলআউট হয় ৯১.২ ওভারে আর ব্যানক্রফট আউট হন ৮৯.৪ ওভারে। যার মানে দাঁড়ায় পুরো ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার খেলা ২১৮.২ ওভারের মধ্যে ২১৬.৪ ওভারেই উইকেটে ছিলেন ব্যানক্রফট।
দুই ইনিংস মিলে মোট ৬২১ (৩৫৮+২৬৩) বল খেলে শেফিল্ড শিল্ডের ইতিহাসে এক ম্যাচে চতুর্থ সর্বোচ্চ বল মোকাবেলা করার রেকর্ড গড়েছেন ব্যানক্রফট। আর মাত্র ২৮ বল খেলতে পারলেই ১৯৯৬ সালে স্টিভ ওয়াহর গড়া ৬৪৯ বলের রেকর্ড ভাঙতে পারতেন ব্যানক্রফট।
শেফিল্ড শিল্ডে এক ম্যাচে সর্বোচ্চ বল খেলার রেকর্ড
১. স্টিভ ওয়াহ (নিউ সাউথ ওয়েলস) - ৬৪৯ বল বনাম কুইন্সল্যান্ড, ১৯৯৬২. বব সিম্পসন (নিউ সাউথ ওয়েলস) - ৬২৮ বল বনাম কুইন্সল্যান্ড, ১৯৬৩৩. রিক ম্যাকস্কার (নিউ সাউথ ওয়েলস) - ৬২৬ বল বনাম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, ১৯৭৪৪. ক্যামেরন ব্যানক্রফট (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া) - ৬২১ বল বনাম নিউ সাউথ ওয়েলস, ২০১৯৫. জন ডাইসন (নিউ সাউথ ওয়েলস) - ৫৮৯ বল বনাম সাউথ অস্ট্রেলিয়া, ১৯৮৪৬. গ্রেগ শিপার্ড (তাসমানিয়া) - ৫৭১ বল সাউথ অস্ট্রেলিয়া, ১৯৮৯৭. ক্যামেরন ব্যানক্রফট (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া) - ৫৬৭ বল বনাম নিউ সাউথ ওয়েলস, ২০১৫
এসএএস/পিআর