দিনাজপুরের নবাবগঞ্জে গায়ে কেরোসিন ঢেলে মনজিলা আকতার মিতু(২২)নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ করেছে নিহতের বাবা। মনজিলা আকতার মিতু নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের সরাইপাড়া গ্রামের মো. মঞ্জুর রহমানের স্ত্রী।শুক্রবার সকাল সাড়ে ৬টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।নিহতের স্বামী মঞ্জুর রহমান জানান, বৃস্পতিবার রাত ১১টায় মোবাইল করা নিয়ে স্ত্রী মিতুর সাথে কথা-কাটাকাটি হয়। এরপর সে ক্ষুদ্ধ হয়ে ঘরের দরজা বন্ধ করে কেরোসিন গায়ে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়।পরিবারের লোকজন দরজা ভেঙ্গে তাৎক্ষণিকভাবে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।তবে নিহত বাবা মো. মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, তার মেয়েকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।নবাবগঞ্জ থানা পুলিশের ওসি মো. আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।এমদাদুল হক মিলন/এমএএস