দেশজুড়ে

নওগাঁ সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন আ.লীগের রফিক

নওগাঁ সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান চেয়ারম্যান পদে অন্য কোনো প্রার্থী না থাকায় তাকে নির্বাচিত ঘোষণা করেন। রফিকুল ইসলাম রফিক জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং নওগাঁ জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি।

এদিকে আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নওগাঁয় বইছে আনন্দ উৎসব। উপজেলার বিভিন্ন স্থানে তাকে সংবর্ধনা দেয়া হচ্ছে, মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা।

নওগাঁ জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান বলেন, সদর উপজেলায় চেয়ারম্যান পদে আলহাজ্ব রফিকুল ইসলাম একাই মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেন। যাচাইবাচাই শেষে সেটি বৈধ বলে বিবেচিত হয়। এ পদে আর কোনো প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস তুহিন রেজা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. শাহনাজ আক্তার নাইচকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, এ উপজেলা থেকে চেয়ারম্যান পদে একজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। এরমধ্যে ভাইস চেয়ারম্যান পদে মো. বনফুল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি নিভা আক্তারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পরে নিভা আক্তার আপিলের মাধ্যমে মনোনয়নপত্র ফিরে পেলেও তা প্রত্যাহার করে নেন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকলেও ২৭ ফেব্রুয়ারি তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় এ উপজেলায় সব পদের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ফলে নওগাঁ উপজেলায় এবার কোনো ভোট অনুষ্ঠিত হচ্ছে না।

আব্বাস আলী/এমএমজেড/এমকেএইচ