বরিশাল নগরীর সিঅ্যান্ডবি সড়কে অটোরিকশার ধাক্কায় জিহাদ হাওলাদার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুরে সিঅ্যান্ডবি সড়কের কলেজ এভিনিউ সংযোগ মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ বাকেরগঞ্জের দুধল মৌ এলাকার বাসিন্দা সোহেল হাওলাদারের ছেলে এবং নগরীর উত্তর সাগরদী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। সে সিঅ্যান্ডবি সড়কের ইসলামপাড়ায় ফুফুর বাসায় থেকে লেখাপড়া করতো।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিহাদ হাওলাদার তার স্বজনদের সঙ্গে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে রাস্তা পার হচ্ছিল। হঠাৎ বেপরোয়া গতির একটি অটোরিকশার ধাক্কায় সে সড়কের ওপর ছিটকে পড়ে। তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম মৃত ঘোষণা করেন ।
কোতয়ালী মডেল থানা পুলিশের পরিদর্শক মো. আসাদ জানান, সিঅ্যান্ডবি সড়কে অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। অটোরিকশাটির চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
সাইফ আমীন/আরএআর/এমকেএইচ