চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নিমতলা মাদরাসা মোড় এলাকা থেকে ৭ হাজার বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মসিদুল হক (৩৪) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের মৃত রজবুল আলীর ছেলে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্প কমান্ডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ সোমবার দুপুরে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার নিমতলা মাদরাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলি তল্লাশি করে ৭ হাজার বোতল ফেনসিডিলসহ মসিদুলকে গ্রেফতার করে র্যাব।
গত ২১ জানুয়ারি রাজশাহীর গোদাগাড়ী থেকে দেড়হাজার বোতল ফেনসিডিলসহ মসিদুলকে গ্রেফতার করা হয়েছিল। পরে জামিনে বের হয়ে আবারও তিনি ফেনসিডিল ব্যবসায় জড়িয়ে পড়েন বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
মোহা. আব্দুল্লাহ/এফএ/এমকেএইচ