খাগড়াছড়ি শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ রঞ্জন চাকমা ও ধনঞ্জয় ত্রিপুরা নামে দুইজনকে আটক করেছে র্যাব। বুধবার বিকেলের শহরের ফোর স্টার হোটেল থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি অস্ত্র, ১০ রাউন্ড গুলি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্রসহ র্যাবের হাতে আটক অস্ত্র ব্যবসায়ী রঞ্জন চাকমা ও ধনঞ্জয় ত্রিপুরা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাসিন্দা।
জানা গেছে, আটকরা দীর্ঘ দিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও চক্রটিকে আটকের চেষ্ঠা করলে তারা কৌশলে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে র্যাব-৭ এর সদস্যরা খাগড়াছড়ি সদরের শাপলা চত্বর এলাকায় ফোর স্টার হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়। সেনাবাহিনী র্যাবের এ অভিযানে অংশ নেয়।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/এমএস