দেশজুড়ে

নারীকে মানুষ হিসেবে দেখার আহ্বান কবিতা খানমের

নারী দিবসে নারীদের অধিকার নিয়ে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, নারীকে নারী হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কর্মস্থলে বৈষম্য না করে নারী এবং পুরুষকে সমান অধিকার দিতে হবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) আয়োজনে নওগাঁ পুলিশ লাইন থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

কবিতা খানম আরও বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে একজন নারীর সম্মানের সঙ্গে কর্মস্থলে কাজ করার অধিকার আছে। বিভিন্ন ক্ষেত্রে নারীরা অবদান রেখে চলেছেন। নারী তার অর্জন নিজেই করছেন। শুধু তাদের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আমাদের কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যাব।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, পুলিশ সুপার ইকবাল হোসেন, নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রওশন আরা খানম, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ফারাজান হোসেন, সদর সার্কেল লিমন রায়, সদর থানা পুলিশের ওসি আব্দুল হাই, জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুল ইসলাম, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খানসহ বিভিন্ন সংগঠনের নারী নেত্রী ও শিক্ষার্থীরা।

পরে নওগাঁ পুলিশ লাইন ড্রিল শেডে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আব্বাস আলী/এফএ/এমকেএইচ