ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে সৎ ভাইদের হাতে অহিদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অহিদ ওই গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। অভিযুক্ত মো. আসাদুজ্জামান ও বাহার মিয়া নিহতের সৎ ভাই।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জায়গা-জমি ও বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে অহিদের সঙ্গে তার ছোট দুই সৎ ভাই আসাদুজ্জামান ও বাহারের বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
রোববার বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে অহিদের সঙ্গে বাকি দু’ভাইয়ের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে অহিদের গলা টিপে ধরেন আসাদুজ্জামান ও বাহার। এতে ঘটনাস্থলেই অহিদ মারা যান।
ইসলামপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে
জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে অভিযুক্তদের আটক করা যায়নি। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজিজুল সঞ্চয়/এফএ/এমকেএইচ