দেশজুড়ে

শেরপুরে কৃষক হত্যায় যুবকের যাবজ্জীবন

শেরপুরে সদরের জঙ্গলদী এলাকার চাঞ্চল্যকর আশরাফ আলী হত্যা মামলার রায়ে মামুন মিয়া নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলার রায়ে আরও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মামুন মিয়া (৩২) জঙ্গলদী এলাকার সৈয়দ আলীর ছেলে। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোছলেহ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মামুন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। মামুন মিয়ার বাবা সৈয়দ আলী এবং সবুজ মিয়ার চার মাস করে এবং আয়নাল মিয়া নামে আরেকজনের ছয় মাস সাজার রায় দেয়া হয়েছে। অন্য ১৫ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার জঙ্গলদী মায়ারবাড়ী গ্রামের আশরাফ আলীর (৩৮) সঙ্গে মামুন মিয়ার বাবা সৈয়দ আলীর পারিবারিক কলহ ছিল। এর জের ধরে ২০১৬ সালের ১০ জুলাই সৈয়দ আলী তার দলবলসহ আশরাফ আলীর বাড়িতে হাজির হলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সৈয়দ আলীর ছেলে মামুন মিয়ার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন। দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আশরাফ আলীর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী কাঞ্চন খাতুন বাদী হয়ে ২৪ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। সদর থানার তৎকালীন এসআই (উপ-পরিদর্শক) জীবন চন্দ্র বর্মন তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি ১৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। ১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।

হাকিম বাবুল/এএম/পিআর