দেশজুড়ে

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি বন্ধ

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে প্রায় পৌনে এক ঘণ্টা রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বুধবার সকাল ৮টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে কুয়াশা কমে গেলে সকাল পৌনে ৯টার দিকে ফের নৌচলাচল শুরু করা হয়।

এদিকে ফেরি বন্ধ থাকায় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে ৫টি ফেরি। এছাড়া দৌলতদিয়া প্রান্তে নদী পার হতে আসা যানবাহনের সারিও দীর্ঘ হয় এবং ভোগান্তিতে পড়েন সিরিয়ালে আটকে থাকা যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রুহুল আমিন জানান, কুয়াশায় কিছু দেখা না যাওয়ায় নৌদুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সকাল ৮টায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফের ফেরি চলাচল শুরু করা হয়েছে। এ রুটে বর্তমানে মোট ১৭টি ফেরি চলাচল করছে।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম