পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মদ হোসেন ভূঁইয়া সোমবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এত চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ নুরুজ্জামান বিশ্বাস নৌকা প্রতীকে ৪২ হাজার ২৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থী মকলেছুর রহমান মিন্টু আনারস প্রতীকে ১৮ হাজার ৯২৩ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান মাইক প্রতীকে ১৯ হাজার ২০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বিশ্বাস রিপন ১৮ হাজার ৪৩৫ ভোট পেয়েছেন।উপজেলা মহিলা যুবলীগের আহ্বায়ক আতিয়া ফেরদৌস কাকলী কলস প্রতীকে ২৭ হাজার ৮৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহজেবীন শিরিন পিয়া ১৫ হাজার ৩০২ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪ হাজার ৩৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২২ হাজার ৮৭৬ জন ও মহিলা ভোটার ১ লাখ ২০ হাজার ৫১২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৮৪টি।
আলাউদ্দিন আহমেদ/আরএআর/এমকেএইচ