জয়পুরহাটের কালাই উপজেলার শেখের পুকুর এলাকায় বিদুৎস্পৃষ্ট হয়ে নুর আলম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) রাতে বিদ্যুৎচালিত পাম্পে সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান এ তথ্য নিশ্চত করেছেন।
তিনি বলেন, নুর আলম রাতে তার নিজ পুকুরে বিদ্যুৎচালিত পাম্পে সংযোগ দিচ্ছিলেন। এ সময় ছেঁড়া তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নুর আলম উপজেলার শেখের পুকুর এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে।
রাশেদুজ্জামান/বিএ