টাঙ্গাইলের সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হারুন আজাদকে সভাপতি ও কামরুল হাসান আজাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত ১৭ মার্চ তিন বছর মেয়াদি ২০ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের জেলা সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক রাশেদ খান মেননের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি এনামুল হক, আউয়াল আল মামুন ও উজ্জ্বল খান, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ও মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক এ বি সিদ্দিক, সহসাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ ও শফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক সাইদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিন্নাহ শিকদার, অর্থ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম, মুক্তিযোদ্ধবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ হাসনাত, প্রচার সম্পাদক নূর মোহাম্মদ, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহীন মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক ইসমত আরা, যোগাযোগ সম্পাদক গোলাম দস্তগীর, তথ্যবিষয়ক সম্পাদক গৌতম সরকার।
এইচআর/আরআইপি