দেশজুড়ে

কপোতাক্ষের বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার রুয়েরবিল এলাকায় প্রবল জোয়ারে কপোতাক্ষ নদের ১শ ফুট বেড়িবাঁধ ভেঙে ৫শ বিঘা মৎস্য ঘের ও একটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার ভোররাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের রুয়েরবিল গ্রামে এ বেড়িবাঁধ ভেঙে যায়।স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে শতাধিক এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধটি সংস্কারের চেষ্টা চলছে। বাঁধটি দ্রুত স্থায়ীভাবে সংস্কার করা না হলে প্রতাপনগর ও শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, কপোতাক্ষ নদের রুয়েরবিল এলাকার বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। পানি উন্নয়ন বোর্ডকে একাধিক বার বলা সত্ত্বেও তারা সংস্কারের উদ্যোগ না নেয়ায় বর্তমানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১শ ফুট এলাকা ভেঙে কমপক্ষে ৫শ বিঘা মৎস্য ঘের ও একটি গ্রাম প্লাবিত হয়েছে। শতাধিক এলাকাবাসীদের নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধটি সংস্কারের চেষ্টা চলছে।এদিকে, আশাশুনি উপজেলার জেলেখালী, দয়ারঘাট ও মনিপুর এলাকার বেড়িবাঁধেও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে সেখানে বেড়িবাঁধ ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসএস/এমএস