দেশজুড়ে

হাসপাতালে যুবকের মরদেহ ফেলে পালালো কারা?

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আব্দুল আজিজ হাসপাতালে ওলিউর রহমান (২৩) নামে এক যুবকের মরদেহ রেখে পালিয়ে গেছেন অজ্ঞাত কয়েকজন।

শুক্রবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। নিহত ওলিউর জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জায়ফরনগর গ্রামের ততিউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক বলে জানা গেছে।

জানা গেছে, রাত ১টার দিকে ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তি ওলিউর রহমানকে গুরুতর আহত অবস্থায় আব্দুল আজিজ মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে পুলিশে ফোন করেন। তখন তারা জরুরি বিভাগে ওলিউরের মরদেহ রেখে পালিয়ে যান। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত ওলিউরের বড়ভাই মাজেদুর রহমান বলেন, স্থানীয় সাগরনাল বাজারে তার ভাই সিএনজি অটোরিকশা চালাতেন। সেখানকার কয়েকজন চালকের সঙ্গে মাস খানেক আগে তার ভাইয়ের বিবাদ হয়েছে বলে তিনি জানেন। সেটাকে কেন্দ্র করে এটা হত্যাকাণ্ড হতে পারে। জুড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি মারা গেছেন। তার শরীরে দুর্ঘটনার চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, কে বা কারা তাকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে তা জানা যায়নি। তবে হাসপাতালের সামনের কয়েকজন দোকানদার জানিয়েছেন রাতের ওই সময় ভাঙাচোরা একটি সিএনজি অটোরিকশা নিয়ে কয়েকজন ব্যক্তিকে হাসপাতাল থেকে দ্রুত গতিতে বেরিয়ে যেতে দেখেছেন তারা।

রিপন দে/এফএ/এমএস