দেশজুড়ে

মাগুরায় এক মাদক ব্যবসায়ী আটক

মাগুরায় সোমবার দুপুরে মো. বিল্লাল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার বসত ঘর থেকে বেশকিছু ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন (৩৫) সদর উপজেলার ছয়চার গ্রামের মৃত কাশেম মোল্ল্যার ছেলে।মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সদর উপজেলার ছয়চার গ্রামে বিল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার বসত ঘরের ভেতর থেকে বেশ কিছু ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।মো. আরাফাত হোসেন/এমজেড/পিআর