পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বামনবাজারে বিষধর সাপের কামড়ে ইউনিয়ন প্রজন্ম লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক মিয়ার (৩৫) মৃত্যু হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত মানিক উপজেলার ছাইকোলা ইউনিয়নের বামনবাজার গ্রামের মোজাহার আলীর ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে বাড়ির অদূরে শুকাতে দেয়া পাটখড়ি আনতে গিয়ে যান মানিক। এ সময় ওই পাটখড়ির ভিতরে থাকা বিষধর সাপ মানিকের ডান পায়ে ছোবল মারে। এরপর তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে মানিককে বাড়িতে নিয়ে আসে। রাতে ওঝা বিষ নামাতে ব্যর্থ হয়। পরে মানিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। মানিকের অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একে জামান/এআরএ/আরআইপি