বাগেরহাটের মোড়েলগঞ্জে স্থানীয় পরিবহনের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে দোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত মোটরসাইকেল চালক শরণখোলার গোলবুনিয়া গ্রামের আলামীন আকন (৩৫) ও যাত্রী মনিরুজ্জামান হাওলাদারকে (৩৬) খুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া মোটরসাইকেলের অপর যাত্রী শরণখোলার রাজৈর গ্রামের রেজাউল তালুকদারকে (৩৫) মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, স্থানীয় পরিবহনের আহত যাত্রীরা হলেন, মোড়েলগঞ্জের আলাউদ্দিন হাওলাদার (২৫), রফিকুল ইসলাম (৪০), হাসান তালুকদার (২৫), শরণখোলার আবু তাহের শেখ (৬০), রাবেয়া বেগম (৪০), রাসেল ঘরামী (২৫)। তারা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও মোড়েলগঞ্জ থানা পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে শরণখোলাগামী রাফিন-শাফিন পরিবহনের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাগেরহাটগামী যাত্রীবাহী মোটরসাইকেলের। এতে মোটরসাইকেলের এক যাত্রী ছিটকে রাস্তার বাইরে পড়ে। অপর যাত্রীসহ চালক আলামীন পরিবহনের নিচে চলে যায়। এ সময় উত্তেজিত জনতা ওই পরিবহনটিতে ভাঙচুর চালায়। পুলিশ পরিবহনটি ও দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে গেছে। ঘটনার পর রাফিন-শাফিন পরিবহনের চালক ও সহকারী গাড়ি রেখে পালিয়ে যায় বলে পুলিশ জানায়।শওকত আলী বাবু/এসএস/আরআইপি