দেশজুড়ে

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়িদের ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।

এ সময় মহানগর গোয়েন্দা পুলিশের এএসআই ইজাজুল হক, এএসআই আলী আকবর ও কনস্টেবল আব্দুস সোবাহান আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিহত মো. জাহাঙ্গীর আলম (৩৮), কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকার সুন্দর আলীর ছেলে।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনজুর রহমান জানান, নিহত জাহাঙ্গীরের বিরুদ্ধে ছিনতাই, দূস্যতা ও মাদকসহ বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটানের গোয়েন্দা পুলিশের দল রোববার রাত আড়াইটার দিকে কাশিমপুর থানাধীন ভবানীপুর-চৌরাস্তা এলাকায় মাদক বিরোধী অভিযানে যায়।

এ সময় ওই এলাকায় একটি পরিত্যক্ত ঘরের পাশে অবস্থান নেয়া জাহাঙ্গীরসহ কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে পালিয়ে যেতে থাকে। এতে পুলিশও পাল্টা গুলি ছুড়লে জাহাঙ্গীর আলম গুলিবিদ্ধ হন ও অন্যরা পালিয়ে যায়। পরে জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও প্রায় ১০ কেজি গাঁজা এবং নিহতের পকেট থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন সাহা জানান, তার বুকে ২টি গুলির ক্ষত রয়েছে। তাকে মৃতাবস্থায় এ হাসপাতালে আনা হয়। কাশিমপুর থানা পুলিশের ওসি মো. আকবর আলী খান জানান, স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম নিহত হওয়ার পর এলাকাবাসী মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে।

আমিনুল ইসলাম/এফএ/আরআইপি