দেশজুড়ে

প্রধান শিক্ষকের কুপ্রস্তাবে ছাত্রীর আত্মহত্যা

প্রধান শিক্ষকের দেয়া প্রস্তাব না মানা এবং ফরম পূরণ করতে না দেয়ায় রহিমা খাতুন নামে এক জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরিক্ষার্থী আত্মহত্যা করেছে।রোববার রাতে বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের দক্ষিণ শৈলদাহ গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। রহিমা খাতুন ওই গ্রামের বাদশা শেখের মেয়ে। সে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগার হাজী আঃ গনি মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো।(উল্লেখ্য, পিরোজপুরের নাজিরপুর উপজেলা ও বাগেরহাটের চিতলমারী উপজেলা পাশাপাশি)

রহিমার বড় ভাই মাছুম শেখ জাগো নিউজকে জানান, সে এবারের জেএসসি পরীক্ষার্থী ছিল।কিন্তু, গত শনিবার রহিমা বিদ্যালয়ে ফরম পূরণের জন্য গেলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরম পূরণের সময় শেষ হয়ে গেছে বলে তাকে ফরম পূরণ করতে দেয়নি। তাই পরের দিন রোববার বাবাকে নিয়ে আবারো সে স্কুলে গেলে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম জানিয়ে দেয় কোটি টাকা দিলেও তার ফরম ফিলাপ হবে না। তাই সে ক্ষোভে ওই রাতে নিজ ঘরে ফাঁস দেয়। এসময় ঘরের লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জের টুংগিপাড়া উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তার বোনকে কিছুদিন যাবৎ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার কুন্ডু বাজে প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু সে এতে রাজী না হওয়ায় তাকে ফরম পূরণ করতে দেয়া হয়নি। এ ব্যাপারে প্রধান শিক্ষক সন্তোষ কুমার কুন্ড জাগো নিউজের কাছে এ অভিযোগ অস্বীকার করে জানান, ওই স্কুলছাত্রী গত প্রায় দুই মাস ধরে স্কুলে আসে না।তাই সে ফরম পূরণ করতে পারেনি। এসময় কুপ্রস্তাবের ব্যাপারে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

হাসান মামুন/ এমএএস