আন্তর্জাতিক

কলকাতায় ইয়াবাসহ বাংলাদেশি গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ইয়াবা ট্যাবলেটসহ এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে কয়েকশ ইয়াবা জব্দ করে কলকাতা পুলিশ।

পুলিশ বলছে, গ্রেফতার যুবকের নাম তাপস আহমেদ। বুধবার রাতে তাকে কলকাতা পুলিশের বিশেষ দল গ্রেফতার করে। ওই যুবক রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকার বাসিন্দা।

আরও পড়ুন : মুরগিছানা বাঁচাতে টাকা নিয়ে হাসপাতালে ছুটল শিশু

ভারতীয় একটি গণমাধ্যম বলছে, বুধবার রাত ১১টার দিকে কলকাতা পুলিশের বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে কলিন লেন থেকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৪০ গ্রাম ওজনের ৪০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বর্তমান মূল্য ভারতীয় মুদ্রায় ৮০ হাজার টাকা।

ওই যুবক বেশ কয়েক দিন ধরেই ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় থাকছিলেন। ভারতে থাকার জন্য তার কাছে বৈধ নথি ছিল না বলে জানিয়েছে পুলিশ।

এসআইএস/এমকেএইচ