দেশজুড়ে

নড়াইলে প্রাণ ড্রিংকিং ওয়াটার ঘুড়ি উৎসব

নড়াইলে ‘প্রাণ ড্রিংকিং ওয়াটার’ ঘুড়ি উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঘুড়ি উৎসব প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

শনিবার বিকেলে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সীমাখালী মধ্যপাড়ার বিলে ঘুড়ি উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পতেং, কোয়াড়ে, চিল ও জেরসহ রঙ-বেরঙের ঘুড়ি নিয়ে উৎসবে অংশ নেন প্রতিযোগীরা।

বিকেল ৫টায় ঘুড়ি উৎসব প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান। এরপরই ঘুড়ি উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান।

ঘুড়ি উৎসব প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পলাশ মোল্লা। কয়েকশ দর্শক এ ঘুড়ি উৎসব প্রতিযোগিতা উপভোগ করেন।

ঘুড়ি উৎসব প্রতিযোগিতার আহ্বায়ক মো. নাছিম মোল্লা বলেন, প্রাণ ড্রিংকিং ওয়াটার-এর সহযোগিতায় এ ঘুড়ি উৎসব প্রতিযোগিতার আয়োজন করে সীমাখালী যুবসংঘ। প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বছর প্রায় ৫০টির মতো বিভিন্ন ধরনের ঘুড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সন্ধ্যায় নড়াইল-কালনা সড়কের মালিবাগ মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

হাফিজুল নিলু/এএম/এমএস