দেশজুড়ে

চারদিন পর বিন্নাদিঘীতে ভেসে উঠলো সুমনের লাশ

নীলফামারীর বিন্নাদিঘীতে ডুবে যাওয়ার চারদিন পর কিশোর সুমন চন্দ্র রায়ের (১৫) মরদেহ পাওয়া গেছে। রোববার সকালে দিঘির পশ্চিমপাড়ে মরদেহটি ভেসে। পরে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমন নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের মুশরত গোড়গ্রাম এলাকার সুকুমার চন্দ্র রায়ের ছেলে। সে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

গত ৩ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে সুমন বন্ধুদের সঙ্গে বিন্নাদীঘিতে নামে। এ সময় দিঘির পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়ার পথে মাঝে ডুবে যায় সুমন। বিষয়টি জানাজানি হলে ফায়ার সার্ভিস রংপুর ইউনিটের একটি ডুবুরি দল দুই দিন উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান পায়নি।

নীলফামারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, রোববার সকালে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে তাদের খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করা হয়।

নীলফামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, গত বুধবার সকাল থেকেই সুমনের সন্ধানে তৎপরতা অব্যাহত ছিল। আজ তার মরদেহ পাওয়া গেছে।

জাহেদুল ইসলাম/আরএআর/জেআইএম