সুনামগঞ্জের সুরমা নদী থেকে অজ্ঞাতনামা দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সুরমা নদীর পাড় থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিকেলে মধ্যবাজার এলাকার সুরমা নদী থেকে দুটি নবজাতকের লাশ ভাসতে দেখেন। এসময় পুলিশকে খবর দেয়া হলে তারা এসে লাশ দুটি উদ্ধার করে।
এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, দুটি অজ্ঞাতনামা শিশুর লাশ উদ্ধার করা হয়।
এমএএস/জেআইএম