মেহেরপুরের গাংনীতে ট্রাকচাপায় সিদ্দিক হোসেন (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার হাড়িয়াদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিদ্দিক হোসেন হাড়িয়াদহ গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। ট্রাকটি হেলপার চালানোর কারণে এ দুর্ঘটনা বলে জানান স্থানীয়রা। ট্রাক ও হেলপার জহুরুলকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বয়োবৃদ্ধ কৃষক সিদ্দিক হোসেন সকালে নিজ গ্রামের মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। ঘাস মাথায় করে রাস্তার পাশ দিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় গাংনী থেকে একটি বালুবোঝাই ট্রাক বারাদি বাজারের দিকে যাচ্ছিল। হাড়িয়াদহ প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাকটি সিদ্দিককে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাড়িয়াদহ গ্রামের দক্ষিণপাড়ায় স্থানীয় উত্তেজিত জনতা ট্রাক ও এর হেলপার জহুরুল ইসলামকে আটক করেছে। ট্রাকটি গাংনী শহরের চৌগাছা বীজ ভান্ডারের।
স্থানীয়রা জানান, চালকের অনুপস্থিতিতে হেলপার জহুরুল ট্রাক চালাচ্ছিলেন। অদক্ষ হাতে ট্রাক চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক, হেলপার জহুরুল ও মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
আসিফ ইকবাল/আরএআর/এমকেএইচ