বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া।
শনিবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, পহেলা বৈশাখ ১৪২৬, বাংলাদেশের মানুষ হৃদয় উৎসারিত আনন্দ হিল্ললে বাংলা নববর্ষ বরণ করবে। বাংলা নববর্ষের এ উৎসবে বাংলাদেশ ন্যাপ দেশ-বিদেশে অবস্থানরত বাঙালি ও বাংলাদেশিদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তারা বলেন, নানা ঘটনা ও দুঘর্টনার সাক্ষী ১৪২৫ সালের চৌকাঠ ডিঙিয়ে ১৪২৬ সালের দুয়ারে উপস্থিত হয়েছে। গত বছরের দুঃখ, অবসাদ-ক্লান্তি, হতাশা-গ্লানিকে অতিক্রম করে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার নির্দেশনা নিয়ে এসেছে বাংলা বর্ষ। আমাদের দীর্ঘ ঐহিতাসিক সংগ্রামে রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকারের নতুন মাত্রা অর্জনের মধ্য দিয়ে বাংলা নববর্ষের উৎসব পেয়েছে এক উদ্ভাসিত বর্ণিল আবহ।
কেএইচ/এএইচ/এমএস