দেশজুড়ে

চাঁদা না দেয়ায় দলিল লেখক সমিতির কার্যালয় ভাঙচুর

নড়াইলে চাঁদা না দেয়ায় দলিল লেখক সমিতির অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে লেখকরা দলিল লেখা ও রেজিস্ট্রি বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার নড়াইল দলিল লেখক সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।নড়াইল দলিল লেখক সমিতির সভাপতি মো. সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আরমান আলী স্বাক্ষরিত লিখিত অভিযোগে জানা যায়, নড়াইল সদরের আউড়িয়া গ্রামের মো. হাসান শেখের নেতৃত্বে কয়েকজন যুবক অফিসের কক্ষে ঢুকে সমিতির সভাপতির নিকট তিন হাজার টাকা দাবি করে।টাকা দিতে অস্বিকার করলে অফিসের কক্ষে থাকা আসবাবপত্র ভাঙচুর করে ও লেখকদের গালিগালাজ করে তুলে নিয়ে যাবে বলে শাসিয়ে চলে যায়। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এর সমাধান না হওয়া ও দোষীদের গ্রেফতার না করা হলে অফিসের দলিল লেখার কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান লেখকরা।নড়াইল দলিল লেখক সমিতির সভাপতি মো. সাইদুর রহমান জানান, এ ব্যাপারে আমরা সকল লেখকদের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পুলিশ সুপারের কাছে দেবো।পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, ঘটনা শুনেছি, যদি কোনো অভিযোগ পাই এবং প্রমাণিত হয় তাহলে দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।হাফিজুল নিলু/বিএ