শেরপুরে নালিতাবাড়ীতে কৃষক ইদ্রিস আলী (৩০) হত্যায় পুলিশ আরও একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার রিয়াদ হোসেন (২৫) যোগানিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও হত্যা মামলার প্রধান আসামি হাবিবুর রহমান হবুর প্রথম পক্ষের স্ত্রীর ছেলে।
শুক্রবার রাতে গাজীপুর জেলার গাছা এলাকা থেকে তাকে গ্রেফতারের পর শনিবার সকালে নালিতাবাড়ী থানায় আনা হয়। বিকেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, ইদ্রিস হত্যা মামলার প্রধান আসামি চেয়ারম্যান হাবিবুর ও তার ছেলে শান্তসহ পরিবারের সদস্যরা পলাতক। ইতোমধ্যে অস্ত্র সরবরাহের সন্দেহভাজন হিসেবে তার দ্বিতীয় স্ত্রীর ছেলে রিয়াদকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় মোট নয়জনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা চলছে।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলার কুত্তামারা গ্রামের কাবিল হাজির খলায় চেয়ারম্যনের গুলিতে নিহত ইদ্রিসের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জানাজায় নালিতাবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোকসেদুর রহমান লেবু, স্থানীয় নেতৃবৃন্দসহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। তারা খুনিদের ফাঁসির দাবি করেন।
পূর্ব বিরোধের জের ধরে গত ২৫ এপ্রিল দুপুরে যোগানিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবু ও তার ছেলে সারোয়ার জাহান শান্ত প্রকাশ্যে লাইসেন্সবিহীন পিস্তল দিয়ে গুলি করে ইদ্রিস আলীকে হত্যা করে। ওই ঘটনায় নিহতের বাবা ফজলুর রহমান বাদী হয়ে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবুসহ ২৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। হাকিম বাবুল/এমএআর/এমএস