দেশজুড়ে

দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে নিহত ১

নড়াইলের লোহাগড়ায় আধিপথ্য বিস্তারকে কেন্দ্র করে লিকু শেখ (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আরও ১৪ জন আহত হয়েছেন। আহতদের লোহাগড়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার শারোল গ্রামের সাবেক ইউপি সদস্য খোকন এবং বর্তমান সদস্য আলমগীর হোসেন আলমের মধ্যে এলাকার অধিপথ্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে রোববার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়ক্ষের ১৫ জন আহত হন। আহতদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লিকু শেখ নামে একজন নিহত হন।

জেলা পরিষদের সদস্য সাইফুর রহমান হিলু বিষয়টি নিশ্চিত করেছেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর বিশ্বাস সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনায় নেয়ার পথে একজন নিহত হয়েছে শুনেছি তবে বিষয়টি এখনও নিশ্চিত হতে পারিনি।

হাফিজুল নিলু/এফএ/পিআর