বহু প্রখ্যাত আলেমের কুরআনের উস্তাদ ক্বারী ফজলুর রহমান (৭০) ঢাকার মিরপুরের মসজিদুল আকবরে নফল ইতিকাফ অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশের অনেক প্রখ্যাত আলেমই তাঁর ছাত্র ছিলেন।তিনি বিশিষ্ট ইসলামি মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ আলেম গাজী সানাউল্লাহর আব্বা।
গত ৭ মে দিবাগত রাতে সাহরির আগ মুহূর্তে অর্থাৎ ২ রমযান (৮মে, বুধবার) সাহরির আগে মসজিদুল আকবরে নফল ইতিকাফের হালতে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
গতকাল বাদ জোহর ঢাকা মিরপুর মসজিদুল আকবর কমপ্লেক্সে বহু আলেমের উপস্থিতিতে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয় । পরে মরহুমকে বছিলা গোরস্তানে দাফন করা হয়।
মুফতি দেলোয়ার হোসাইন-এর পরিচালনাধীন মাদরাসা মসজিদুল আকবর কমপ্লেক্সে গত ২০ বছর ধরে ক্বারী ফযলুর রহমান রমজান কাটাতেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তানসহ অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।
মুফতি দেলোয়ার হুসাইন, মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা জুনাইদ আল হাবীবসহ অনেক খ্যাতনামা আলেমের ওস্তাদ ছিলেন তিনি।
কর্মজীবনে তিনি বিবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া, কটিয়াদি মাদরাসা , খেড়িহর মাদরাসা, শাহেদাগোপসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদরাসায় কুরআনের খেদমত করেছেন। ইলমে কেরাতে বিশেষ দক্ষতার কারণে তিনি আলেম সমাজে সমাদৃত ছিলেন।
তিনি বিবাড়িয়ার জালশুকা মাদরাসায় পড়ালেখা করেছেন। কুমিল্লার প্রখ্যাত বুজুর্গ আলেম, হজরত মাদানি রহমাতুল্লাহি আলাইহি-এর খলিফা ফেনুয়ার হুজুরের খাস শাগরিদ ছিলেন।
আল্লাহ তাআলা ইলমে ক্বিরাতে এ মহান খাদেমকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমিন।
এমএমএস/জেআইএম