নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, পদ্মা নদীতে বর্তমানে ১৫ কিলোমিটার গতিবেগে স্রোত বইছে। তাই তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এরমধ্যে দুইটি নতুন ফেরিসহ তিনটি ফেরি চলছে। স্রোত কমলেই ফেরি চলাচল স্বাভাবিক হবে। শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা মহাসড়ক রক্ষা বাঁধের নদী ভাঙন কবলিত এলাকায় সংস্কার কাজ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।নৌমন্ত্রী বলেন, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে নাব্যতা ফিরিয়ে আনতে পদ্মা সেতুর চীনের ড্রেজার কাজ শুরু করেছে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অর্থ্যাৎ ঈদের আগেই কাজ শেষ হবে। তখন ফেরি চলাচলে আর কোনো বাধা থাকবে না।এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান আহমেদ. মাদারীপুর প্রেসক্লাবের আহ্বায়ক এবিএম বজলুর রহমান খান (রুমি খান) প্রমুখ। এ কে এম নাসিরুল হক/এআরএ/পিআর