অসহায়-গরীবদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের সামগ্রী বিতরণ করেছে সুবিধা বঞ্চিতদের নিয়ে কাজ করা একটি ফাউন্ডেশন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে মজিদ-নাহার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির। গত ২০১১ সাল থেকে অসহায় মানুষদের আত্মনির্ভরশীল করতে নানা কর্মসূচি পালনের পাশাপাশি ঈদ সামগ্রী বিতরণ করে আসছে মজিদ-নাহার ফাউন্ডেশন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম শফিকুল্লাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ.এম জাকারিয়া ও কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মজিদ-নাহার ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ অন্যদেরকেও উৎসাহিত করবে। সব বিত্তবানরা যদি এই কাজে এগিয়ে আসেন তাহলে দারিদ্র্য কিছুটা হলেও কমবে।
পরে আলোচনা শেষে অসহায়দের মাঝে ঈদ সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে, চাল, ডাল, চিনি, তেল, ছোলা, দুধ, ট্যাং ও সেমাই।
আজিজুল সঞ্চয়/আরএআর/এমকেএইচ