ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বালুর নিচে চাপা পড়ে কেফায়েত উল্লাহ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বিষ্ণুউরি গ্রামে এ ঘটনা ঘটে।
কেফায়েত উপজেলার বাদৈর ইউনিয়নের তালশার গ্রামের জালাল মিয়ার ছেলে। সে গোপীনাথপুর ইউনিয়নের জয়নগর গ্রামের লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেফায়েত জয়নগর গ্রামে তার খালার বাড়িতে থেকে পড়াশুনা করত। সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে ড্রেজারে উত্তোলিত বালুর স্তূপ ধসে পড়লে চাপা পড়ে কেফায়েত। পরে তাকে গুরুতর অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আব্দুল করিম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজিজুল সঞ্চয়/এএম/এমকেএইচ