দেশজুড়ে

বাস মালিক সমিতির সভাপতি-সম্পাদকের সম্পদের পাহাড়

পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চরম দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনেছেন সমিতির সাধারণ সদস্যরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী প্রেসক্লাব অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান। তিনি বলেন, পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির বর্তমান সভাপতি রিয়াজ মৃধা ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা দুলুর সীমাহীন লুটপাট, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতিতে সাধারণ মালিকরা অতিষ্ট। পেশি শক্তির জোরে তারা বিগত ১১ বছর ধরে একই ব্যক্তি একই পদ ব্যবহার করে সীমাহীন দুর্নীতি করে সাধারণ মালিকদের জিম্মি করে কোটি কোটি টাকা লুটপাট করে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন।

মিজানুর রহমান আরও বলেন, বিভিন্ন কাউন্টার থেকে আয়কৃত অর্থ সমিতিতে জমা না দিয়ে তারা নিজেরা তা আত্মসাৎ করে আসছেন। নামমাত্র কিছু অর্থ তারা জমা দিয়েছেন। তাদের দুর্নীতি চাঁদাবাজি এবং নানা হয়রানির বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিত অভিযোগ দিলে তারা তা আমলে নিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণের আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের অনুরোধ জানিয়ে তিনি বলেন, একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে যা পরবর্তীতে প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে বাস মালিক শাজিয়া আরমিন সর্মি, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন নাসির প্রমুখ উপস্থিত ছিলেন।

মহিব্বুল্লাহ চৌধুরী/আরএআর/পিআর