জাতীয়

বনশ্রীতে কাভার্ডভ্যান চাপায় ঢাকা কলেজের ছাত্র নিহত

রাজধানীর বনশ্রী এলাকায় কাভার্ডভ্যান চাপায় মেহেদী হাসান (২৬) নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২২ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক কাভার্ডভ্যান জব্দসহ চালককে আটক করেছে।

নিহতের চাচাত ভাই আবির হোসাইন জানান, মেহেদী ঢাকা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্সের ফাইনাল পরীক্ষা দিয়েছেন। এখনও ফল বের হয়নি। তার বাড়ি পিরোজপুর হলেও বর্তমানে তিনি বাড্ডা এলাকায় থাকতেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মেহেদী পড়াশোনার পাশাপাশি অ্যাপসভিত্তিক পাঠাও মোটরসাইকেল চালাতেন। সন্ধ্যায় বনশ্রীর আলরাজি হাসপাতালের সামনে একটি মিনি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এআর/বিএ