কক্সবাজারের উখিয়ার পালংখালী বাজার থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে র্যাব। এ সময় ইয়াবা বহনের দায়ে মালবাহী একটি ট্রাকও জব্দ করা হয়। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পালংখালী বাজারে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গুচ্ছ গ্রামের আবুল বশরের ছেলে বাদশা (১৯) ও একই উপজেলার দক্ষিণ কালাপানি গ্যাস কোম্পানিপাড়া গ্রামের মৃত সাদকের ছেলে আলমগীর হোসেন (৩৮)।
কক্সবাজার র্যাব-১৫ এর কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, উখিয়ার পালংখালী বাজারে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। টেকনাফ থেকে চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাক উখিয়ার পালংখালী বাজারে আসলে তাতে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।
উখিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সায়ীদ আলমগীর/আরএআর/এমকেএইচ