এ বছরের শেষের দিকে বাংলাদেশ সফরে আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তবে তিনি সফরের দিন, তারিখ বা বিস্তারিত কিছু জানাননি।
আরও পড়ুন > শুধু জনগণই প্রধানমন্ত্রীকে পাল্টাতে পারে : মাহাথির
রোববার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এখানে আসবেন। আমরা ইতোমধ্যে তাকে আমন্ত্রণ জানিয়েছি।’
তবে বয়সের কারণে (৯৩ বছর) মাহাথির খুব একটা নড়াচড়া করতে চান না বলে জানান আবদুল মোমেন।
আরও পড়ুন > উন্নয়নের পথেই হাঁটছে বাংলাদেশ : মাহাথির
জাপান সফরে (২৮-৩০মে) যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাপানের মিডিয়া সংগঠন নিক্কি ডট ইঙ্কের আয়োজনে আগামী ৩০ মে ‘দ্যা ফিউচার অব এশিয়া’ শীর্ষক সম্মেলন হবে। এতে মূল বক্তব্য উপস্থাপন করবেন বাংলদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির।
জেডএ/জেআইএম