হবিগঞ্জ জেলা কারাগারে সিরাজ মিয়া নামে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। সিরাজ শহরের ইনাতাবাদ এলাকার বাসিন্দা। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, মঙ্গলবার রাত ২টার দিকে হঠাৎ করে কয়েদি সিরাজ অসুস্থ বোধ করলে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার কয়েদি নং-২৭৬১। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
জানা গেছে, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালি করার অভিযোগে গত ১৫ মে সিরাজকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমকেএইচ