পিরোজপুরে তিন মাদক ব্যবসায়ীকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
বুধবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শামসুল হক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার আব্দুল মান্নান (৪৪), শরিফুল ইসলাম (৩২) ও ইকবাল হোসেন (৩০)। রায় ঘোষণার সময় আব্দুল মান্নান আদালতে উপস্থিত ছিলেন। শরিফুল ইসলাম ও ইকবাল হোসেন পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি জহুরুল ইসলাম রায়ের সত্যতা নিশ্চত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার গুয়াবাড়িয়া এলাকায় পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় মোটরসাইকেলে যাওয়ার সময় তিনজনকে আটক করে তল্লাশি করলে পুলিশ তাদের সঙ্গে তিন লিটার ফেনসিডিল পায়। এ ঘটনায় পিরোজপুর সদর থানা পুলিশের এসআই শহিদুল ইসলাম বাদী তিন জনের বিরুদ্ধে মামলা করেন।
আরএআর/জেআইএম