খেলাধুলা

জাগো নিউজ বিশ্বকাপ কুইজের প্রথম দিনের বিজয়ী যারা

ইংল্যান্ডে চলছে জমজমাট ক্রিকেট বিশ্বকাপ। আর উন্মাদনায় মেতেছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নেয়ার কারণে এ দেশের সমর্থকদের কাছে আর গুরুত্ব বেড়েছে আলাদাভাবে। মাশরাফি-সাকিব-তামিমদের সঙ্গে বিশ্বকাপে মেতে উঠবে বাংলাদেশের মানুষ।

বরাবরের মতোই জাগোনিউজ২৪.কম পাঠকদের আগ্রহ এবং চাহিদাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আসছে। সে কারণেই ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের ক্রিকেট পাগল মানুষের জন্য জাগো নিউজ আয়োজন করেছে বিশ্বকাপের স্পেশাল আয়োজন ‘ভিশন জাগো ক্রিকেট বিশ্বকাপ।’

শুধু তাই নয়, বিশ্বকাপ উপলক্ষে জাগো নিউজ পাঠকদের জন্য আয়োজন করেছে প্রতিদিনের কুইজ প্রতিযোগিতা। তিনটি করে সহজ প্রশ্ন দেয়া থাকছে। অপশন দেয়া থাকছে ৪টি। এর মধ্য থেকে ক্লিক করে সঠিক উত্তরটি বাছাই করবেন অংশগ্রহণকারীরা।

প্রতিদিনই কুইজে অংশ নিতে পারবেন পাঠকরা। প্রতিদিনের অংশগ্রহণকারীদের মধ্য থেকে সয়ংক্রিয়ভাবে সঠিক উত্তরদাতা বাছাই এবং সেখান থেকে ভাগ্যবান তিনজন বিজয়ী নির্বাচন করা হচ্ছে। জাগো নিউজের কুইজ পেজেই প্রতিদিনের বিজয়ীর নাম প্রকাশ করা হচ্ছে।

কুইজের প্রথম রাউন্ডের তিন ভাগ্যবান বিজয়ী হলেন রাকিব (মোবা : ০১৬৪****১৮৯), মাহবুব করিম (মোবা : ১৫১****৫৪১) এবং নুর আক্তার (মোবা : ০১৮৬****২০০০)।

এখনও চলছে দ্বিতীয় রাউন্ড। অংশ নিতে ক্লিক করুন

আইএইচএস/এমকেএইচ