দেশজুড়ে

৫০০ অসহায় শিশুর মুখে ঈদের হাসি ফোটালেন তারা

পটুয়াখালীতে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ৫০০ শিশুর মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে পটুয়াখালী জেলাবাসীর ব্যানারে এসব শিশুর হাতে নতুন জামা তুলে দেয়া হয়।

এর আগে দুর্গম চরাঞ্চলের শিশুদের হাতে স্বেচ্ছাসেবকরা নতুন জামা-কাপড় পৌঁছে দেন। নতুন জামা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত উদ্দিন, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী শিক্ষক আলাউদ্দিন আহমেদ, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সেলিনা আক্তার ও সাংবাদিক আব্দুস সালাম আরিফসহ সংগঠনের কর্মীরা।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী বলেন, ভলান্টিয়ারদের এ ধরনের মানবিক কর্মকাণ্ড জেলাবাসীর মুখ উজ্জ্বল করেছে। আগামীতেও পটুয়াখালী জেলা প্রশাসন এসব কর্মকাণ্ডে সহযোগিতা করবে। আসছে বর্ষা মৌসুমে পটুয়াখালী জেলার বিভিন্ন দুর্গম এলাকায় ভলান্টিয়ারদের মাধ্যমে বিপুল পরিমাণ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

হেল্পিং হ্যান্ডসের সমন্বয়কারী হাসিবুর রহমান বলেন, যে শিশুটা ঈদে নতুন জামা না পেয়ে কান্না করতো বা ঈদের আনন্দে শামিল হতে পারত না তাকে একটু আনন্দ দেয়ার জন্যই তার হাতে নতুন জামা তুলে দেয়া হয়েছে।

নতুন জামা বিতরণের উদ্যোক্তা মাহমুদ রায়হান বলেন, সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে পটুয়াখালীবাসীর পক্ষ থেকে আমাদের এই আয়োজন। ঈদের আনন্দ আমরা যেমন উপভোগ করব, পিছিয়ে পড়া এসব শিশুও নতুন জামা পরে ঈদের আনন্দ উপভোগ করবে। সেজন্যই দুর্গম চরাঞ্চলের শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়েছে।

মহিবুল্লাহ/এএম/জেআইএম