সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের নির্দেশে সুনামগঞ্জ-দিরাই সড়কে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহতদের মধ্যে ঈদের পোশাক ও ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, দিরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ দেব এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শোভন রাংসা নিহতের পরিবারের সদস্যদের হাতে ঈদের পোশাক ও ঈদ সামগ্রী তুলে দেন।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলী গ্রামের আলী আকবরের ছেলে মো. রুমান মিয়া, ফজল মিয়ার ছেলে মিলন মিয়া, মোহাম্মদ আলীর ছেলে আফজল হোসেন, দূর্বাকান্দা গ্রামের ইস্তফা মিয়ার ছেলে সাগর মিয়া, শাল্লা উপজেলার নিয়ামতপুর গ্রামের মনিন্দ্র কুমার দাশের ছেলে ক্ষিতেশ চন্দ্র দাশ ও দিরাই উপজেলার সিচনী গ্রামের মো. ফুল মিয়ার ছেলে ফজল করিম।
উল্লেখ্য, গেল রোববার সকাল ৬টায় সুনামগঞ্জ-দিরাই সড়কের গণিগঞ্জ এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৬ লেগুনা যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।
মোসাইদ রাহাত/এমএএস/এমএস