দেশজুড়ে

ঈদে বিজিবি-বিএসএফের মাঝে মিষ্টি বিনিময়

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে ঈদুল ফিতর উপলক্ষে বিজিবি-বিএসএফের মাঝে মিষ্টি বিনিময় করা হয়েছে। বুধবার দুপুরে বাংলাবান্ধা জিরো পয়েন্টের বাংলাবান্ধা-ফুলবাড়ী সীমান্তে বিএসএফের সদস্যদের মাঝে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন সীমান্তে বিজিবির পক্ষ থেকে মিষ্টি বিনিময় করা হয়েছে। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবি সদস্যদের হাতে মিষ্টি তুলে দেয়া হয়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এরশাদুল হক বলেন, ঈদ উপলক্ষে উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ঈদসহ বিভিন্ন দিবসে বিজিবির পক্ষ থেকে বিএসএফ সদস্যদের মিষ্টি দেয়া হয়। এরই ধারাবাহিকতায় ঈদুল ফিতর উপলক্ষে বিএসএফ সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

আরএআর/এমএস