শেরপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে খালা-ভাগ্নি নিহত হয়েছে। সদর উপজেলার যোগিনীমুড়া নামাপাড়া গ্রামে শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই গ্রামের মোজাম্মেল হকের মেয়ে আজমিনা বেগম (১০) এবং তার ভাগ্নি আব্দুল মান্নানের মেয়ে আমেনা বেগম (৯)।
শেরপুর সদর থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নানাবাড়ি বেড়াতে আসা আমেনা বেগম খালা আজমিনা বেগমের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাদের সন্ধান না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি করে মরদেহ উদ্ধার করে। সংবাদ পেয়ে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাকিম বাবুল/এফএ/এমকেএইচ