দেশজুড়ে

কর্ণফুলী নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বেড়াতে এসে কর্ণফুলী নদীতে ডুবে আনোয়ারুল আরিফিন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি এলাকায় কর্ণফুলী নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের হালিশহর থেকে কাপ্তাইয়ে বেড়াতে আসে আনোয়ারুল আরিফিন ও হাবিব হাসান। পরে দুপুরে শিলছড়ি এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নামেন তারা। এ সময় বৃষ্টি নামলে নদীর স্রোতে ভেসে নিখোঁজ হন দুইজনই। পরে কাপ্তাই ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ডুবুরি দলের সদস্যরা আনোয়ারুল আরিফিনকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ অন্যজনের সন্ধান পাওয়া যায়নি।

কাপ্তাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে দুইজন নিখোঁজ হন। পরে উদ্ধার তৎপরতা চালিয়ে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও অন্য জনের হদিস পাওয়া যায়নি। তাকে উদ্ধারে কাজ চলমান রয়েছে।

সাইফুল উদ্দিন/আরএআর/এমকেএইচ