ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানার ওসি ইন্সপেক্টর কাজী ওয়াজেদ আলীকে সূত্রাপুর থানায় ও তেজগাঁও থানার ওসি ইন্সপেক্টর মাজহারুল ইসলামকে যাত্রাবাড়ী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে ১২ জুন এক আদেশে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলামকে সূত্রাপুর থানায় বদলি করা হয়। নতুন আদেশের মাধ্যমে ওই বদলির আদেশটি বাতিল করা হয়েছে।
শনিবার (১৫ জুন) ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।
জেইউ/এসআর/এমএস