একটি একনলা পিস্তল এবং তাজা গুলিসহ দুই ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড পুলিশের দক্ষিণ জোন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার (১৬ জুন) রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার তমুরুদ্দিন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জাগলার চর এলাকায় ইলিশের মৌসুম শুরু হয়েছে। এসব মাছের ওপর নির্ভরশীল হতদরিদ্র জেলেদের কাছ থেকে বিভিন্ন উপায়ে মুক্তিপণ আদায় এবং ডাকাতি করার উদ্দেশ্যে শোহরাব বাতেন বাহিনীর দুজন সক্রিয় ডাকাত সদস্য আবুল কাশেম ওরফে ইসমাইল (৪৫) ও আতিকুল ইসলাম ওরফে ইয়াকুব আলী লোকু (২৫) অস্ত্র ও গোলাসহ মোটরসাইকেল যোগে তমুরুদ্দিন বাজার থেকে জাগলার চরের উদ্দেশে বের হন। এ সংক্রান্ত সংবাদটি পৌঁছে যায় বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী দক্ষিণ জোনের অধীন বিসিজি স্টেশন হাতিয়ার কাছে। এর পরিপ্রেক্ষিতে রোববার আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে বিসিজি স্টেশন হাতিয়া থেকে লেফটেন্যান্ট মাহমুদ সাব্বিরের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযানে নামে।
অভিযান চলাকালীন তমুরুদ্দিন বাজার এলাকা থেকে এ দুজন ডাকাতকে ১টি একনলা পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরবর্তীতে দুজনকে তাজা গুলি, পিস্তল, মোটরসাইকেলসহ হাতিয়া থানায় সোপর্দ করা হয়।
এমইউ/এসআর/এমএস