দেশজুড়ে

সীমান্ত এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

জয়পুরহাট শহরের ডাক বাংলা এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে শহরের ডাক বাংলা এলাকায় রাস্তা পারাপারের সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় ওই যুবক ঘটনাস্থলেই মারা যান।

জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো করা হয়েছে। তবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

রাশেদুজ্জামান/আরএআর/এমকেএইচ